এক্সেল এ কোন সেল এর নাম ডিফাইন করা

আমরা সাধারণত এক্সেল এর সেল রেফারেন্স ব্যবহারের মাধ্যমেই যেকোনো ক্যাল্কুলেশন করে থাকি। যেমন -কোন সেল এ যদি কয়েকটি আইটেমের টোটাল থাকে এবং সেই সেলটিকে যদি অপর আরেকটি ক্যাল্কুলেশন এ ট্যাক্স বের করতে ব্যবহার করতে হয় ,তবে সেটিকে নিচের মত করেই সাধারণত করতে হয়।নিচের ছবিগুলি দেখুন।

উপরের সীট টিতে প্রথমে আইটেম গুলার যোগফল অর্থাৎ টোটাল বের করা হয়েছে। এরপর নিচে ট্যাক্স রেট এর সাথে গুন করে টাক্স এ্যামাউন্ট বের করা হয়েছে।

এবার ধরে নেই যে ট্যাক্স ক্যাল্কুলেশনের কাজটি আমরা অন্য যেকোন শীটে করতে চাচ্ছি। এই ক্ষেত্রে প্রথমেই আমরা C5 কে Name box  এ গিয়ে নতুন নাম দিব Total। এভাবেই আমরা সেলের নেম ডিফাইন করতে পারি।

এবার যে শিটে ট্যাক্স ক্যাল্কুলেশন করবো সেখানে নিচের ছবির মত করে ডাটা এন্ট্রি করে ,Define করা Name কে ফর্মুলা তে ব্যবহার করে ,output পেতে পারি।

অর্থাৎ এবার ফর্মুলা তে লিখতে হবে। =Total* B4

2 thoughts on “এক্সেল এ কোন সেল এর নাম ডিফাইন করা

    1. It’s very nice to know that you learned some staffs of Excel.Congratulations & keep sharing to help others.

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *