মাইক্রোসফট এক্সেল এ চার্ট বানানোর উপায় অনেকেই জানেন। তবে Sparkline চার্ট এর কথা অনেকেই হয়তো জানেন না। মুলত Insert ট্যাবে Sparklines নামে একটি Group রয়েছে। এখান থেকেই এই স্পার্ক লাইন চার্ট তৈরি করা যায়। প্রথমেই জেনে নেই স্পার্ক লাইন কি।
স্পার্ক লাইন হচ্ছে কোন নির্দিষ্ট ডাটা রেঞ্জ ব্যবহার করে কোন নির্দিষ্ট Cell এ চার্ট তৈরি করা। এটি মুলত এক ধরনের ছোট আকৃতির একটি চার্ট । যা খুব সহজেই কোন বিষয় সম্পর্কিত ডাটা কে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে।
স্পার্ক লাইন চার্ট তৈরি করার প্রক্রিয়াঃ
১। প্রথমে যে সেল চার্ট তৈরি করব সেই সেল টি সিলেক্ট করব।
২। এরপর Insert থেকে Sparklines group এ যেয়ে Line বা Column এ ক্লিক করব।
৩। Create Sparklines ডায়লগ বক্স আসলে , ডাটা রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে D5:I5 পর্যন্ত ড্রাগ করে সিলেক্ট করে দিব। এবার OK দিব।