মাইক্রোসফট এক্সেল ২০১৩ থেকে নতুন এবং খুবই প্রয়োজনীয় একটি ফিচার হচ্ছে ফ্লাস ফিল। এই কমান্ড এর মাধ্যমে পূর্বে অন্য কোন কলামে লেখা ডাটা বা ডাটার অংশকে খুব সহজেই এক্সট্রাক্ট করে অন্য কোন কলামে নিয়ে আশা যায়।
ধরে নিচ্ছি, কোন কলামে কারও ফুল নেম লিখেছি,এভাবে অনেক গুলা নাম লিখেছি। এখন ফ্লাশ ফিলের মাধ্যমে অন্য কোন কলামে লাস্ট নেম আনতে চাচ্ছি।তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুনঃ
প্রথমে যে কোন একটি নাম লিখুন যেটি অন্য কলামে আছে।
এরপর যে সেল এ লিখেছেন সেটি সহ নিচে যতটুকু ফীল করতে চান ততটুকু সিলেক্ট করুন।
এখন Ctrl+ E প্রেস করুন।

মুহূর্তেই হয়ে যাবে আপনার চাহিদা মোতাবেক ফ্লাস ফিল!
Leave a Reply