এক্সেল এ আমরা কি নিয়ে কাজ করি এই প্রশ্ন করলে কেউ বলেন সেল নিয়ে , কেউ বা বলবেন টেবিল নিয়ে ,আবার কেউ বলবেন রো আর কলাম নিয়ে কিন্তু কোনটি সঠিক?
এক্ষেত্রে এক্সেল এক্সপার্টরা বলসেন, এক্সেল এ আমরা “ডাটা রেঞ্জ বা cell range” নিয়ে কাজ করি। এই ডাটা রেঞ্জ দেখতে টেবিল এর মত লাগলেও আসলে এগুলো রো এবং কলাম দিয়ে তৈরি নয়, মুলত এগুলো হচ্ছে গ্রিডলাইন।
রিবন বার এর View ট্যাব এ যেয়ে দেখুনঃ