TodayJune 5, 2023

এক্সেলে Count করার বিভিন্ন উপায়

অনেক সময় মাইক্রোসফট এক্সেল এ কিছু নাম্বার এর টোটাল বের করার জন্য আমরা সাধারণত sum() ফাংশন ব্যবহার করি। আবার অনেক সময় কোন একটি রেঞ্জ বা সিরিজে কতটি ভ্যালু আছে তা বের করতে হয়।অর্থাৎ কাউন্ট করতে হয়।

এক্সেল গননা বা কাউন্ট করার জন্য আছে =COUNT(),=COUNTA()এবং =COUNTBLANK() ফাংশন।

সেল এর অভ্যন্তরে যদি নাম্বার বা date থাকে তাহলে এই জাতীয় ডাটাগুলাকে কাউন্ট করার জন্য COUNT() ফাংশন ব্যবহার করতে হবে।

COUNTA() ফাংশন দিয়ে নাম্বার, সহ যেকোন ধরনের ডাটা কাউন্ট করা যায়। তাই বলা যায়, COUNT() ফাংশন থেকে এর কিছু বেশি সুবিধা রয়েছে।

COUNTBLANK() ফাংশন কোন নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে শুধুমাত্র empty cell কাউন্ট করতে পারে।নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

Share

Leave a Reply

Your email address will not be published.