TodayJune 5, 2023

মাল্টিপল সীট নিয়ে কাজ করার ক্ষেত্রে থ্রি ডি ফর্মুলা অত্যন্ত কার্যকরী। কারন এটি দিয়ে খুব সহজেই কয়েকটি ওয়ার্কশীট থেকে ডেটা বা ভ্যালু নিয়ে অন্য আরেকটি ওয়ার্কশীটে সামারি বা যেকোন আউটপুট দেখানো যায়।


অনেক গুলা শীট এর মধ্যে একি স্থানে যদি ডাটা থাকে অথবা ভিন্ন জায়গায় ডাটা থাকে,তাদের নিয়ে কোন ম্যাথমেটিকাল ক্যাল্কুলেশন (যেমন- Sum,Average,Count) করা যায়।


এখানে প্রথমে তিনটি শীটে জানুয়ারি,ফেব্রুয়ারি এবং মার্চ এর ডাটা ইনসার্ট হয়েছে।তারপর আরেকটি সীটে ত্রিমাত্রিক ফর্মুলা এর মাধ্যমে তিনটি সীটের টোটাল বের করা হয়েছে। নিচের ছবি গুলো লক্ষ্য করুন।

Share

Leave a Reply

Your email address will not be published.